"আমরা যখন মরতে শিখেছি তখন কেও আমাদের দাবাতে পারবা না"

লিখেছেন লিখেছেন Karimul Hasan Shopan ৩১ মার্চ, ২০১৩, ১২:৪৮:৫৯ দুপুর

Now that we have learn to die, no power on earth can keep us in subjugation."

স্বাধীনতার আজ ৪৩ বছর হতে চলেছে, আজও বাংলাদেশে চলছে হত্যার মহোৎসব। মানবাধিকার এখানে যেন কুকুরাধিকার বা পশুধিকার এর চেয়েও মূল্যহীন হয়ে পড়েছে। দেশের মানুশ এখন "মানুষ" নয় জাশি আর আম্লিগ এই দুই পরিচয়ে বিভক্ত যেমনটি ছিল বর্ণবাদই দক্ষিন আফ্রিকাতে। এখানে কারও রক্ত ইসরায়েলই দের মত মূল্যবান! আর কার রক্ত ফিলিস্তিনি দের মত মূল্যহীন। প্রতিটি রাষ্ট্র যন্ত্র যেন "দুষ্টের দমন আর শিষ্টের লালন" এই মৌলিক ধারনা থেকে নিজেদের যতটা সম্ভব দূরে রাখতে চেষ্টা করছে।

পাকিস্তানি সরকার যেমন ইসলাম এর দোহাই দিয়ে এদেশের মানুষ হত্যা কে বৈধ বলে চালাবার চেষ্টা করত, আজও তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা এর কথা বলে ঠিক তেমনি হত্যাকে বৈধ করার প্রানান্তকর চেষ্টা চলছে। পাকিস্তান আগরতলা মামলা দিয়ে বিরোধী দের নির্মূলের জন্য যেমন সর্ব শক্তি নিয়োগ করেছিলো আজকেও যেন তার ই পুনুরাব্রিত্তি চলছে মাত্র। তখনও একদল বুদ্ধিজিবি তাদের সমস্ত বুদ্ধি, মিডিয়া তাদের সমস্ত কৌশল প্রয়োগ, সরকার তাদের সমস্ত বাহিনী ব্যবহার করে এই কাজে নেমে পড়েছিল, কিন্তু ইতিহাস এসব কিছুকেই মূল্যায়ন করছে নোংরা আবর্জনা হিসেবে। এখনও শাহরিয়ার শাহবদের মত বুদ্ধিমান, পুরু দস্তুর ভদ্র লোকেরা, চ্যানেল ৭১, জিটিভি এর মত মিডিয়া ও শরকারি বাহিনির পাশাপাশি প্রায় পতনোন্মুখ একটা গোষ্ঠীকে রক্ষার চেষ্টা করে চলেছে। ইতিহাস সম্পর্কে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম "History repeats itself" এ যেন তার ই বহিঃপ্রকাশ মাত্র।

বঙ্গবন্ধু এর মত সন্ত্রাসী( পাকিস্তানি শাসক দের মতে) দের জন্য কেন মানুষ এত আন্দোলন বা জীবন উৎসর্গ করে তা পাকিস্তানি শাসক দের কাচে ছিল একটা ধাধার মত। আজকেও মানুষ কেন জানি একটা যুদ্ধাপরাধী(?) এর জন্য এত গুলা মূল্যবান জীবন দিচ্ছে তাও বুঝি আজকের শাসকদের কাছে একটা রহস্য! একবার ভেবে দেখুন তো সবার কাছেই মূল্যবান এই জীবন কেন মানুষ একটা যুদ্ধাপরাধী এর জন্য দিতে যাচ্ছে? তাহলে আখানেও কি আছে কোন মহৎ উদ্দেশ্য, ইতিহাস কি পুনুরাব্রিত্তি হচ্ছে মাত্র?

"আমরা যখন মরতে শিখেছি তখন কেও আমাদের দাবাতে পারবা না" বলে ছিলেন বঙ্গবন্ধু। মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইতে লিখেছেন সময়ের বিবর্তনে শোষিত মানুষের পক্ষের মানুষ গুলও হয়ে যেতে পারে শোষক চক্রের অন্তর্ভুক্ত। আজও বঙ্গবন্ধুর সেই বানীটি বেশি বেশি মনে পরছে, যারা মরতে শিখেছে তাদের কি আদৌ দাবিয়ে রাখা যাবে কিনা? ইতিহাস কেন জানি বারে বারে নিজের পুনুরাব্রিত্তি করে!!

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File